জীবননগর অফিস
তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে জীবননগর উপজেলায় পিকেএসএফ এর সহযোগীতায় ও ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির আওতায় যুব, কিশোর-কিশোরী ও প্রবীণদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১টায় উপজেলার উথলী ইউনিয়নের শিংনগর মাধ্যমিক বিদ্যালয়, সেনেরহুদা দাখিল মাদ্রাসা এবং কেডিকে ইউনিয়নের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েভের জহির রায়হান, শিংনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসনে, সেনেরহুদা দাখিল মাদ্রাসার সুপার মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করনে বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ ও বিভিন্ন ওয়ার্ড এর যুব ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা।