স্টাফ রিপোর্টার
বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ৪ বাংলাদেশীকে ফেরত দিল। গতকাল রবিবার বেলা ১১টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সকাল ৯টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ জোড়পাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার বাঘাডাংগা বিওপি কমান্ডার’কে চিঠি দেন। তাতে বলা হয়েছে অবৈধভাবে ভারতে বসবাসরত ৪ জন বাংলাদেশী নাগরিক বিএসএফ এর হাতে আটক রয়েছে। বিএসএফ উক্ত বাংলাদেশীদেরকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে। পরে বিজিবি ৪ জনের পরিচয় নিশ্চিত হয়ে বেলা ১১ টার দিকে ৬০ নং সীমান্তের মেইন পিলার ও ২৯ নং সাব পিলারের নিকট কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট হতে উপরোক্ত ৪ জনকে বিজিবি গ্রহন করে।