স্টাফ রিপোর্টার
সরোজগঞ্জ যুগিরহুদায় রেকটিফাইড স্পিরিটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার বিকালে যুগিরহুদা গ্রাম থেকে ২২৩ বোতল রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। পরে মাদক ব্যবসায়ী সোহেল রানাকে(৪১) আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্ততে সংস্থার সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে একটি টিম চুয়াডাঙ্গা সদরের যুগিরহুদা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় গ্রামের জলিলের ছেলে সোহেল রানার বাড়ি থেকে একটি কার্টনের মধ্যে থেকে ২২৩ বোতল রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। আটক সোহেল রানার বিরুদ্ধে পরিদর্শক শাহজামাল বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।