জীবননগরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

জীবননগর অফিস

জীবননগরে গলায় ফাঁস দিয়ে হামিদুর শেখ হামু (৬০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার ধোপাখালী গ্রামের পশ্চিম পাড়ায় একটি আম গাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হামিদুর শেখ একই গ্রামের মৃত শফিক উদ্দিন শেখ এর পুত্র।

স্থানীয়রা জানান, হামিদুর শেখ তার নিজ বাড়িতে ২০ বছর ধরে একাই বসবাস করতেন। তার স্ত্রী নেই। তার দুই পুত্র রয়েছে। বড় পুত্র শিমুল ৩০ সে মালয়েশিয়া প্রবাসী এবং ছোট পুত্র টুটুল শেখ সে সৌদি আরব প্রবাসী। এরপর তার ছোট পুত্র টুটুল শেখ গত ৩১ জুলাই সৌদি আরব থেকে বাংলাদেশে আসে। পিতাকে বাড়িতে রেখে টুটুল অসুস্থ থাকায় শশুর বাড়ি কয়া গ্রামে চলে যান। এরপর তিনি একাই ছিলেন। পরে  রবিবার স্থানীয়রা তার বাড়িতে থাকা আম গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে জীবননগর থানা পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে নিহতের পুত্র টুটুল শেখ জানান, আমার বাবার সাথে বৃহস্পতিবার কথা হয়েছে এবং শুক্রবার সকালেও কথা হয়েছে। এরপর আমি অসুস্থ থাকায় আমার বাবার সাথে কথা বলতে পারিনি। তারপরে আজকে জানতে পারলাম আমার বাবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, আমরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গায় প্রেরণ করেছি। এছাড়াও বিষয়টি তদন্ত-পূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *