দর্শনায় পৌর যুবদল নেতাকে কুপিয়ে আহত করায় শহরে উত্তেজনা

স্টাফ রিপোর্টার
দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ায় এক যুবদল নেতা/ কর্মিকে কুপিয়ে আহত করার অভিযোগে শহরে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল ৯ টার দিকে। দুদল দিনভর শহরে শক্তিবৃদ্ধি করে মহড়া দিয়ে চলেছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে শহরবাসি মনে করছে। আহতের পিতা দর্শনা থানায় অভিযোগ করেছে বলে পুলিশ জানিয়েছেন
পুলিশ ও এলাকাবাসিরা জানায়, ঐদিন সকাল ৯টার দিকে যখন যুবদল কর্মি দর্শনা পৌরসভার মোবারক পাড়ার পিয়ার আলির ছেলে সাহারুল হক নিজ বাড়ি ঘুমিয়ে ছিল, ঠিক সে সময় দর্শনা পৌরসভার পরানপুর গ্রামের শিমুলসহ ৮/১০ জন যুবক এসে জোর পুর্বক তুলে নিয়ে বাড়ির উঠানে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়দের উপস্থিতিতে সাহারুলকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। রক্ত ক্ষরনের কারনে ও অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে যুবদল নেতা সাহারুল হকের পিতা পিয়ার আলি জানান, পুর্ববর্তি ঘটনার জের ধরে পরারপুর গ্রামের শিমুল হোসেনসহ তার সাংগপাংগোরা আমার ছেলেকে কুপিয়ে ও মারপিট করেছে, দিনের বেলায়, এলাকাবাসি সকলেই দেখেছে।
দর্শনা থানার ওসি শহিদ তিতুমির জানান এ বিষয়ে আহতের পিতা পিয়ারআলি বাদি হয়ে একটি লিখিত অভিযোগ-করেছে, তদন্ত চলছে, পুলিশের টহল জোরদার করা হয়েছে শহরশান্ত আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *