মেহেরপুর অফিস
গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে গতকাল রবিবার সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ হোসেন (৭৭) গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছিলেন। তার হাত দিয়ে তৈরী হয়েছে অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। অবসর জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সামাজিক উন্নয়ন কাজে সম্পৃক্ত ছিলেন। বেশি কিছুদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে সাধ্যমত চেষ্টা করা হয়েছে তার চিকিৎসার জন্য। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে দুই সপ্তাহ চিকিৎসা শেষে গত বুধবার বাড়িতে আনা হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। শেষ পর্যন্ত তিনি চলেন গেলেন না ফেরার দেশে।
সহযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকার বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ দিন বিকেলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রের পক্ষে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা ও গাংনী থানার ওসি তদন্ত আল মামুন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন, গোলাম হোসেন ও সাইদুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, পরিবারের সদস্যসহ আত্মীয় স্বজন।
গাংনীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আহাম্মদ হোসেনের দাফন সম্পন্ন
