আন্দুলবাড়িয়া প্রতিনিধি
জীবননগরের আন্দুলবাড়িয়া ভৈরব এডুকেশন কেয়ার এন্ড কোচিং সেন্টারের উদ্দেগ্যে এসএসসি ব্যাচ ২০২৫ শিক্ষা বর্ষের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাসেম্বিলিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব এডুকেশন কেয়ার এন্ড কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুস সাকিব। শিক্ষক মোল্লা ইসতিয়াক আহম্মেদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বেচ্ছা সেবী সংগঠন জাগো আন্দুলবাড়িয়ার প্রতিষ্ঠাতা সভাপতি মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, আন্দুলবাড়িয়া সরকারি (বালিকা) প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আন্দুলবাড়িয়া প্রেসক্লাব সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারন সম্পাদক দাউদ হোসেন, সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিহাদুর রহমান, নবম শ্রেনীর ছাত্রী হাবিবা খাতুন ও ঐশী খাতুন প্রমুখ। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্ত থেকে কোরআন তেলায়াত করেন শিক্ষার্থী মাসুম হোসেন।