দামুড়হুদায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ সাইদুল আটক

স্টাফ রিপোর্টার

দামুড়হুদায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাইদুল ইসলাম (৩৮) নামের এক যুবককে আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছে। আটক সাইদুল ইসলাম দামুড়হুদা সদরের দশমীপাড়া (ব্রিজপাড়া) মৃত কিয়াম উদ্দিনের ছেলে। তিনি বিএনপি-যুবদল ও ছাত্রদলের আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতেন বলে নিশ্চিত করেছে উক্ত সংগঠনের উপজেলার নেতারা। এছাড়া তিনি ইলেক্ট্রনিক্সের ব্যবসা করেন।

দামুড়হুদা মডেল থানা পুলিশ ও চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে শীর্ষ সন্ত্রাসী সাইদুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি হুমায়ুন বলেন, পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ সাইদুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। সাইদুল ইসলাম রাজনৈতিক কোন পদে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক কোন পদ নেই বলে জেনেছি, তবে স্থানীয় ৫নং ওয়ার্ড বাজার কমিটির সদস্য বলে জানা গেছে।

কুতুবপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

কুতুবপুর প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর ৩ নং কুতুবপুর ইউনিয়নে আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে গতকাল বিকাল ৫টার দিকে নজরুল ইসলাম নজু (সভাপতি চুয়াডাঙ্গা সদর বিএনপি)-এর সভাপতিত্বে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সুপার ফাইভদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ আগামন উপলক্ষে ৯ টি ওয়ার্ডের সুপার ফাইভদের নিয়ে এই আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়।

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সহ-সভাপতি তারিকুল জামান লাল্টু, এম এ মজিদ (যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি), নজরুল সরকার (কোষাধক্ষ্য সদর উপজেলা বিএনপি ও ৯টি ওয়ার্ডের নের্তৃবৃন্দ, ওয়ার্ডের নের্তৃবৃন্দের মতামতের ভিক্তিতে আগামী মঙ্গলবার মোহাম্মদজমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন শরীফুজ্জাম শরীফসহ জেলা উপজেলার নেতাকর্মীগণ।

উক্ত অনুষ্ঠানটি কিভাবে যথাযথ ভাবে সম্পর্ণ করা যায় এবং সর্বস্তরের জনগণ যেন অংশ নেয় এই বিষয় টি নিশ্চিত করে এবং সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার দাওয়াত রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *