চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ মেধা পুরস্কার দেওয়া হয়। গতকাল বুধবার সকাল ১১ টায় সদর উপজেলা অডিটোরিয়াম এ মেধা পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ২০২২-২৩ সেশনের এসএসসি ও এইচএসসি পাশ এবং সর্বোচ্চ নম্বর প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ নিজ নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে এ পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া মেধা পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও অভিভাবকদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। এর মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এসএসসি পাস শিক্ষার্থী ২০জন ও এইচএসসি পাস শিক্ষার্থী ১৫ জনসহ মোট ৩৫ জন শিক্ষার্থীকে মেধা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মোছাঃ দিল আরা চৌধুরী। এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ।

মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, মেধাবীরা বিকশিত হবেই। কোনো ভাবেই মেধা দাবিয়ে রাখা যায় না। এই মেধাবী শিক্ষার্থীরাই দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। তিনি আরো বলেন, যে সকল প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোর শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে আমাদের শিক্ষার্থীরা মেধার পরিচয় দিয়েছে তা অবশ্যই প্রশংসনীয়। মানুষ মাত্রই স্বীকৃতি চায় তাই আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করে মেধাবী শিক্ষার্থীদের কৃতি সনদ ও পুরস্কার বিতরণ করার ব্যবস্থা করেছি।

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি এসএম আশিস মোমতাজ, জেলা প্রশাসনের সহকারি কমিশনার আব্দুল্লাহ আল নাঈম, শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার আশরাফুল কবীর ও চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মাহমুদুল হক পল্টু ।

পুরস্কার প্রাপ্ত এসএসসি ২০২২ সালের শিক্ষার্থীরা হলেন, ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের আরাফাত রহমান, ইয়াসিন আরাফাত, চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের মোছাঃ আসমা খাতুন, উম্মে খাদিজা, তাসফিয়া তাবাসসুম, কাথুলি মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ নিশান আলী, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মোছাঃ অনামিকা ফারহানা, নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ রাশেদুজ্জামান, চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সুরাইয়া খাতুন ও ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসার মোঃ ফাইমুর রহমান।
এসএসসি ২০২৩ ব্যাচের পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের জাল জালালি ওয়াল ইকরাম জিলান, চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ফারিয়া তাসনিম, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মোছাঃ উম্মে সুমাইয়া, মোছাঃ সাদিয়া খাতুন দিসা, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মোঃ জিহাদ হোসেন, আলিয়ার পুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের ওয়াশিকুর রহমান, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মোঃ রাকিবুল ইসলাম, নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মোছাঃ ফাতেমা খাতুন, চুয়াডাঙ্গা কামিল মাদরাসার ফাতেমাতুজ জোহরা মিম, আবু তালহা।
পুরস্কার প্রাপ্ত এইচএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা হলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের মোঃ ইমরুল কায়েস, মারিয়া জামান, মোঃ মোস্তাফিজুর রহমান, মোছাঃ মাহফুজা খাতুন, মোঃ শিলন, মোছাঃ বৃষ্টি খাতুন, চুয়াডাঙ্গা কামিল মাদরাসার মোঃ মেজবাহুল ইসলাম ও বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদ্রাসার রুমকি আক্তার মন্নি।
পুরস্কারপ্রাপ্ত এইচএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা হলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের মোছাঃ বৃষ্টি খাতুন, নোমান রহমান, ইমতিয়াজ আহমেদ, মোছাঃ তাসনিম আক্তার, মোহাম্মদ মাকসুদুর রহমান, চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার আয়শা আক্তার সুমাইয়া এবং বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদ্রাসার মোঃ বাকি বিল্লাহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *