কোটচাঁদপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মানবন্ধন

কোটচাঁদপুর প্রতিনিধি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায়  বৈষম্য নয় সাম্য চাই এমন স্লোগানে কোটচাঁদপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে কিন্ডারগার্টেন  শিক্ষার্থীদেরকে সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অধিকার থেকে বঞ্চিত না করে তাদেরকে এই পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ প্রদানের দাবি জানানো হয়। কোটচাঁদপুর  উপজেলা পরিষদের সামনের সড়কে বুধবার সকাল ১১টায়   বৃষ্টি ও প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে   ঘন্টাব্যাপি মানববন্ধনটি চলে। উপজেলার ১১ টি কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর দুইশতাধিক শিক্ষার্থী ও অভিভাবকগণ ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ গ্রহন করেন। কোটচাঁদপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান আলী জানান নিকট অতীতে সর্বশেষ যে বছর (২০২২ সালে) প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে বছরও সরকারি নিয়ম অনুযায়ী কিন্ডারগার্টেনের শিক্ষাথীদের উক্ত বৃত্তি পরীায় অংশগ্রহণ করার সুযোগ ছিল এবং দেশের কিন্ডারগার্টেনের শিক্ষাথীরা অতীতের বেশ কয়েক বছরের মতো উক্ত বৃত্তি পরীায় অংশগ্রহণ করে সাফল্য অর্জনের মাধ্যমে ভবিষ্যতের শিক্ষা জীবনের জন্য অনুপ্রাণিত হয়েছে। এ বছরের সরকারি নিয়ম অনুযায়ী যদি দেশের কিন্ডারগার্টেনের হাজার হাজার শিক্ষাথী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয় তাহলে সেই বঞ্চনা তাদের শিশুমনকে নিঃসন্দেহে বিপজ্জনকভাবে পীড়িত করবে এবং তাদের ভবিষ্যতের শিক্ষা জীবনকে ক্ষতিগ্রস্থ করবে। কিন্ডারগার্টেনের শিক্ষাথীরা নিকট অতীতের মতো যাতে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পায় সে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি। সংগঠনের সাধারণ সম্পাদক তারিকুল বাসার খন্দকার বলেন আমরা বৈষম্য নয় সাম্য চাই, সরকারী ও বেসরকারী সব শিক্ষার্থীদের কে মেধা যাচাইয়ের জন্য বৃত্তিপরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ চান তিনি।  মানববন্ধনে অংশ নেয়া সব শিক্ষার্থী ও অভিভাবকরাও তাদের মেধাবী সন্তানদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ করে দেয়ার জোর দাবী জানান।  মানববন্ধন শেষে  উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *