পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

জীবননগর অফিস

জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোমলমতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন জীবননগর উপজেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সারা দেশের ন্যায়  জীবননগর বাসস্ট্যান্ড মুক্ত মঞ্চে  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ব্যাপক সাফল্য অর্জন করে আসছে। কিন্তু গত ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৭ জুলাইয়ের জারিকৃত পরিপত্রে ২০২৫ সাল হতে কিন্ডার গার্ডেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের উপর বৈষম্যমূলক নিষেধাজ্ঞা জারি করেছে। এতে করে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রায় ৬ লক্ষ শিক্ষক এবং ৭০ লক্ষ শিক্ষার্থীর আত্মমর্যাদার উপর আঘাত হেনেছে যেটা চরম বৈষম্যর শামিল। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে পরিপত্র বাতিল করে পরীক্ষা দানের সুযোগ না দেওয়া হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অ্যাসোসিয়েশনের শিক্ষক এবং শিক্ষার্থীরা বৃত্তির আর্থিক অনুদান নয়, শিশুদের আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষার অনুপ্রেরণার চরম আঘাতের শামিল।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন জীবননগর উপজেলা শাখার সভাপতি ও হাসাদাহ শিশুকুঞ্জ স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোতালেবের সভাপতিত্বে এবং  প্রাইড প্রি ক্যাডেট  স্কুলের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর কিন্টার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন, আকলিমা প্রি -ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষকা রাজিয়া আক্তার রেখা, রাখি প্রি- ক্যাডেট স্কুলের পরিচালক খোকন বিশ্বাস, প্রাইড প্রি -ক্যাডেট স্কুলের পরিচালক মাসুদ পারভেজ রানা, সানফ্লাওয়ার প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান, অক্সফোর্ড প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক হাসান, পেয়ারাতলা শিশু একাডেমির পরিচালক সোহেল, আন্দুলবাড়িয়া কলেজিয়েট প্রি ক্যাডেট স্কুলের পরিচালক সোহাগ, দেহাটি মেধাবিকাশ প্রি ক্যাডেট স্কুলের পরিচালক জাহিদুল ইসলাম, গো থলি আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের ইমরান হোসেন, রায়পুর রোজ কিন্ডারগার্ডেন স্কুলের মিতালী খাতুন, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রাখি প্রমূখ। এছাড়াও মানববন্ধনে উপজেলার সর্বমোট ২২ টি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ,সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *