স্টাফ রিপোর্টার
মহেশপুরের সীমান্ত দিয়ে ২ নারীকে ঠেলে দিল বিএসএফ। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। এছাড়াও বিজিবি সীমান্তে পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ও ও মদ উদ্ধার করেছে।
৫৮-বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল বেলা ১২টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ৬০ নং মেইন পিলার ৩৩ সাব পিলারের কাছ থেকে ২ নারীকে আটক করা হয়। তাদেরকে বিএসএফ জোর করে কাটাতারের বেড়া দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে বিজিবি তাদেরকে আটক করে। আটক ওই ২ নারী বাংলাদেশী ভারতে অবৈধভাবে বসবাস করে আসছিলো।
অপরদিকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে যাদবপুর বিওপি’র ৫০ নং মেইন পিলার ও ২ নং সাব পিলারের কাছ থেকে কানাইডাংগা গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৭১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সময়ে কুসুমপুর বিওপি’র ৬১ নং মেইন পিলার ও ৫ নং সাব পিলারের কাছ থেকে বিত্তিপাড়া গ্রামের মোঃ হাসানের বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার আবুল হাসান খাঁন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গতকাল রাত ৩টার দিকে জীবননগর রাজাপুর বিওপি’র ৭১ নং মেইন পিলার ও ৮ নং সাব পিলার হতে ছটাংগাপাড়া গ্রামের মোঃ করিমের আমবাগানের মধ্যে হতে হাবিলদার এইচ এম ফিরোজ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।