নওগাঁর সাপাহারে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ফেসবুক পেজ  বাঁশেরকেল্লার নামে থানায় জিডি 

সাপাহার( নওগাঁ) প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মোঃ মোখলেসুর রহমান মুকুলের নামে সম্মানহানিকর তথ্য ও অপপ্রচারের অভিযোগে “বাঁশেরকেল্লা” নামক ফেসবুক পেজ এর বিরুদ্ধে সাপাহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে । অভিযোগকারী সাবেক এই চেয়ারম্যান বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলায় বহুবার কারা নির্যাতিত হয়েছেন। তিনি নিজের রাজনৈতিক ও ব্যক্তিত্ব ধরে রেখে মানুষের সেবায় জনপ্রিয় ব্যক্তি হিসেবে সুপরিচিত। বর্তমানে তিনি সাপাহার উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।

শুক্রবার (২৫ জুলাই) সাপাহার থানায় দায়ের করা জিডিতে তিনি উল্লেখ করেন, ২৪ জুলাই রাত ৯টা ১১ মিনিটে এবং পরদিন দুপুর ১২টায় ‘বাঁশেরকেল্লা’ নামক একটি ফেসবুক পেজ থেকে তার বিরুদ্ধে নানা অপপ্রচারমূলক ও মানহানিকর পোস্ট প্রকাশ করা হয়। উক্ত পোস্টে তাকে ‘ভূমিদস্যু’ এবং ‘চাঁদাবাজ’ হিসেবে আখ্যায়িত করা হয়, যা তার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে তিনি অভিযোগ করেন।

মোখলেসুর রহমান বর্তমানে দিঘীরহাট কলেজে সহকারী অধ্যাপক হিসেবেও কর্মরত আছেন। তিনি আরও দাবি করেন, পোস্টে তার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা মৎস্য কর্মকর্তার নাম উল্লেখ করে উদ্দেশ্যপ্রণোদিত অপবাদ ছড়ানো হয়েছে। যদিও তিনি বিষয়টি নিয়ে বিভিন্নভাবে খোঁজ নিয়ে অপপ্রচারের মূল উৎস শনাক্ত করতে ব্যর্থ হন এবং ভবিষ্যতে যেকোনো আইনি জটিলতা ও নিরাপত্তাজনিত আশঙ্কার কথা উল্লেখ করে সাধারণ ডায়েরি দায়ের করেছেন বলে জানান।

এবিষয়ে সাপাহার থানার ওসি বলেন, “জিডির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *