গত ২৪/০৭/২৫ তারিখে দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার ওয়েবসাইটসহ স্থানীয় পত্রিকায় জীবননগর কলেজ ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে নিউজের আংশিক প্রতিবাদ জানিয়েছেন শাহাবুদ্দিনের পুত্র শাকিব। তিনি জানান, জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড হাই স্কুল পাড়ার মৃত আলি নেওয়াজ অপুর পুত্র নাফিজের কাছে আমি ৫০ হাজার টাকা পাই। কিন্তু সে টাকা না দিয়ে আমাকে প্রতিনিয়ত এড়িয়ে যায়। এরপর রবিবার (২০ জুলাই) আনুমানিক রাত আটটার দিকে আমিসহ আমার নিকট আত্মীয় সর্বমোট তিনজন নাফিজের বাসায় যাই এবং টাকা দিতে বলি। কিন্তু সে আমাকে টাকা না দিয়ে উল্টো আমাকে গালাগালি করে। এরপর আমি সোমবার (২১ জুলাই) সকালে নাফিজের বিরুদ্ধে জীবননগর থানায় একটি অভিযোগ করি। নাফিজ ও তার বোন আনিকা তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করার কারণে আমার উপর ক্ষিপ্ত হয়ে মনগড়া ও বানোয়াট ভাবে আনিকাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা উল্লেখ করে জীবননগর থানায় একটি অভিযোগ করে। যেটি সম্পূর্ণ মিথ্যা। এরপর জীবননগর থানা পুলিশের উপস্থিতিতে আমাদের উভয় পক্ষের ভুল বোঝাবুঝির অবসান হয়। আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
			
				Leave a Comment			
			 /  July 25, 2025 
					
				
			
		

