স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা বড় বাজারে মোবাইল কোর্টের অভিযানে ৪ মিষ্টি দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকাল ৪ টার দিকে চুয়াডাঙ্গার বড়বাজার এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (রাজস্ব) এ.এস. এম আব্দুর রউফ শিবলু। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৪টি মিষ্টির দোকানীকে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গার মিঠাই বাড়ি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৭ ও ৪৩ ধারায় ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। মিষ্টিমুখ প্রতিষ্ঠানকে ৩৭ ধারায় ১ হাজার টাকা, খন্দকার সুইটস প্রতিষ্ঠানটিকে অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ৪৩ ধারায় ২ হাজার টাকা এবং সাম্পান সুইটস এন্ড বেকারীকে ৩৭ ও ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। মোবাইল কোর্টের এই অভিযানে জেলা প্রশাসনের পাশাপাশি সহযোগিতায় ছিল জেলা পুলিশের একটি টিম।