জীবননগরে বিজিবির অভিযানে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

জীবননগর অফিস

জেলার জীবননগরে বিজিবি অভিযান চালিয়ে ইউএসের তৈরী একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মো. জাকা মোল্লার ইটভাটার পাশ থেকে মালিকবিহীন অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বৃহস্পতিবার বেলা ১২ টার সময় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোয়ালপাড়া সীমান্তের ৬৪ নং মেইন পিলার এবং ৪ নং সাব পিলার হতে থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মো. জাকা মোল্লার ইটভাটার পাশে অভিযান চালায়। এ সময় মালিক বিহীন অবস্থায় ইউএসের তৈরী ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগজিন এবং গুলি জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *