অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১ নারী বাংলাদেশী আটক, মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১ নারী বাংলাদেশীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে বিজিবি অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে। এছাড়া পৃথক ২টি অভিযানে মদ  উদ্ধার করা হয়েছে। 

           ৫৮-বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার ফেরদৌস আলী মন্ডল এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময ১ জন নারী বাংলাদেশী নাগরিক আটক করা হয়।

           অপরদিকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মান্দারতলা এলাকার মাঠের মধ্যে হতে হাবিলদার অমল কুমারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ১১টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৯/এমপি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সামন্তা (চারাতলাপাড়া) গ্রামের রাস্তার দক্ষিণ পার্শ্ব হতে সুবেদার হাবিবুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *