জীবননগর অফিস
জীবননগরে এক কলেজ ছাত্রী কে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করায় যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন কলেজ ছাত্রী নিজেই। অভিযুক্ত যুবক সাকিব হোসেন(২২) উপজেলার বাঁকা গ্রামের আশতলা পাড়ার শাহাব উদ্দিনের ছেলে। সে বেশকিছু দিন ধরে বন্ধুদের সাথে নিয়ে আনিকা তাবাসসুম(১৮) নামের এক কলেজ ছাত্রী কে বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছিলো বলে অভিযোগ উঠেছে।
এই বিষয়ে জীবননগর হাইস্কুল পাড়ার মৃত আলী নেওয়াজ এর কন্যা আনিকা তাবাসসুম নিজেই গতকাল বৃহস্পতিবার জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ৩ জন স্বাক্ষীর নাম উল্লেখ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, সাকিব হোসেন প্রায়ই ৭-৮ জন সঙ্গী নিয়ে কলেজ ছাত্রী তাবাসসুমের বাড়ির সামনে গিয়ে অস্বাভাবিক আচরণ করে করে এবং তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি ধামকি দিয়ে আসছে।
সর্বশেষ গত ১৫ জুলাই সন্ধ্যায় ৭-৮ জন যুবক নিয়ে কলেজ ছাত্রীর বাড়িতে গিয়ে খুন ও জখমের হুমকি দিয়ে তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে কলেজ ছাত্রী ভয়ে ঘরের মধ্যে গিয়ে পালিয়ে গিয়ে রক্ষা পাই।বাড়ির অন্যান্য লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসলে তারা পালিয়ে যায়।
সাকিব ও তার বন্ধুদেন এমন আচরণে তাবাসসুমের পরিবার শঙ্কিত ও আতঙ্কিত।
বিষয়টি নিজ আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করতে গিয়ে অভিযোগ করতে বিলম্ব হয়েছে হলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, কলেজ ছাত্রী কে হুমকিধামকি ও উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার বিষয়ে কলেজ ছাত্রী নিজেই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।