গাংনী মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার

মেহেরপুর অফিস

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার বলেছেন, পরাজিত ফ্যাসিবাদী মাফিয়াতান্ত্রিক শক্তি যেন আর মাথাচাড়া দিতে না পারে সেদিকে সবার নজর রাখতে হবে। আমাদের জীবনকে এই পরাজিত মাফিয়াদের পদতলে যেন আর সমপর্ণ করতে না হয় সেলক্ষ্যে সবাইকে কাজ করার আহবান জানান তিনি। গতকাল শনিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত গাংনী উপজেলার সকল সরকারী কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গেও সাথে উপজেলার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক মতিবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি। বক্তৃতায় তিনি আরও বলেন, নিশ্চিত বুলেটের সামনে বুক পেতে দিয়ে যারা আমাদেরকে মুক্ত করেছে সেই সব যুবকদের চেহারা মনে রাখা উচিত।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে এবং প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোত্তালেব আলীর সঞ্চালনায় স্বগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন, গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর রাজনৈতিক সেক্রেটারী জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, গাংনী জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা রুহুল আমিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী কানন, গাংনী বাজার কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সালাউদ্দিন শাওন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম।

গাংনী উপজেলার উন্নয়নে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারির কাছে সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত তুলে ধরেন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *