জীবননগর অফিস
জীবননগরে জমি থেকে অবৈধভাবে বালু ও মাটি তোলার দায়ে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১টার দিকে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। অভিযানে সহযোগীতা করে থানা-পুলিশের একটি দল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়নের বাজার এলাকায় কোনো ধরনের ইজারা ছাড়াই ড্রেজিং মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। দুপুরে এসিল্যান্ড সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থলে কৃষ্ণপুর গ্রামের মাসুম বিল্লার পুত্র হাসানুজ্জামান ও মোসলেম আলীর পুত্র হাবিবুর রহমান কে অবৈধভাবে বালু উত্তোলন করায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, দুজনকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০২৩ এর ৭(ক)(গ) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের একই অপরাধ পুনরায় না করার জন্য সতর্ক করা হয়েছে।