দর্শনায় ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

দর্শনা অফিস

জুলাই-আগস্ট মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ সকল সাহসী সন্তানের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় চুয়াডাঙ্গার দর্শনায় ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার  বেলা  ১১টায় দর্শনা পুরাতন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করে দর্শনা সরকারি কলেজ ছাত্রদল।

দর্শনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সদস্য সচিব পলাশ আহমেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মুফা, যুগ্ম আহ্বায়ক হুসাইন মুহাম্মদ, সাফায়েত জামিল পাপ্পু, আসিফ হাসান ও অন্যতম সদস্য শোয়েব খান। এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দর্শনা ডিপার্টমেন্ট ছাত্রদলের নেতৃবৃন্দ মুশফিকুর রহমান সাইফ, অমিন হাসান, রায়হান শেখ, ফারুক হোসেন, ইমন, লিখন হাসান, ফারুক মল্লিক, সজীব, নাফিজ ইকবাল, নিসান ও রাতুল প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মো. ইমরান হোসেন। ছাত্রদল নেতারা বলেন, “জুলাই-আগস্ট মাসের গণআন্দোলন দেশের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ জাতিকে চিরকাল পথ দেখাবে। তাদের স্মরণে এ আয়োজন আমাদের নৈতিক দায়িত্ব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *