অনলাইন ডেস্ক
১৮ জুলাই ২০২৫— সিরিয়ার সুওয়াইদা গভর্নরেটের একটি রাস্তায় দাঁড়িয়ে আছেন বেদুইন যোদ্ধারা
কয়েক দিনের রক্তপাত ও সংঘর্ষের পর সিরিয়া ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুওয়াইদা অঞ্চলে দ্রুজ জাতিগোষ্ঠীর সঙ্গে চলা সংঘর্ষ ও সিরীয় বাহিনীর ওপর ইসরায়েলের বিমান হামলার পর প্রতিবেশী দেশ দুটি মার্কিন মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে রাজি হয়। খবর রয়টার্স ও আল-জাজিরার।
শনিবার (১৯ জুলাই) ভোরে এক্স মাধ্যমে এক পোস্টে ব্যারাক বলেন, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ওয়াশিংটন সমর্থিত এবং তুরস্ক, জর্ডান এবং সিরিয়ার প্রতিবেশীরা একে স্বাগত জানিয়েছে।
যুদ্ধবিরতি ঘোষণার পোস্টে ব্যারাক বলেন, আমেরিকা দ্রুজ, বেদুইন এবং সুন্নিদের তাদের অস্ত্র নামিয়ে দেওয়ার এবং অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে মিলে শান্তি ও সমৃদ্ধিতে একটি নতুন এবং ঐক্যবদ্ধ সিরিয়ান পরিচয় গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
সিরিয়া বা ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।