শুটিং সেটে আহত শাহরুখ খান

অনলাইন ডেস্ক

শাহরুখ খানকে বলা হয় ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পরিশ্রমী অভিনেতা।

জীবনের ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে। তরুণরা তাকে অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচনা করে।

এই সুপারস্টার প্রতিদিন কঠোর পরিশ্রম করে চলেছেন।

৬০ বছর বয়সি শাহরুখ মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ‘কিং’ সিনেমার দারুণ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। সেসময়ই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।
যদিও আঘাত কতোটা গুরুতর, তার সঠিক তথ্য গোপন রাখা হয়েছে। তবে শাহরুখ এবং তার দল জরুরি চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।

এটুকু জানা গেছে, এটি গুরুতর কিছু নয়, বরং পেশীতে আঘাত পেয়েছেন বলিউড কিং।

তবে এটাই প্রথম নয়, শাহরুখ বছরের পর বছর ধরে স্টান্ট করার সময় তার শরীরের একাধিক পেশীতে আঘাত পেয়েছেন।

এটাও জানা গেছে, অভিনেতার অস্ত্রোপচার করা হয়েছে এবং এরপর তাকে কাজ থেকে এক মাসের বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পরবর্তী শুটিং শুরু হবে সেপ্টেম্বর-অক্টোবরে। কারণ এর আগে তিনি পুরোপুরি ফিট হবেন না। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পর, তিনি আবারও পুরো শক্তি নিয়ে সেটে কাজ শুরু করতে পারবেন।

এই অভিনেতার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ফিল্ম সিটি, গোল্ডেন টোবাকো এবং ওয়াইআরএফ-এ ‘কিং’-এর বিভিন্ন অংশের শুটিংয়ের জন্য যে বুকিং দেওয়া ছিল, তা বাতিল করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *