জীবননগর অফিস
জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে পর্যায়ক্রমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমীন। সভায় উপস্থিত বক্তারা জীবননগরে টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে জনগণকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এই সমস্যা সমাধানে দীর্ঘ মেয়াদি প্রকল্প গ্রহণের আহ্বান জানান। জীবননগরের সর্বত্র মাদকদ্রব্য সহজলভ্যের বিষয়ে সভায় উপস্থিত সকলে উদ্বেগ প্রকাশ করেন।
জলাবদ্ধতার বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমীন বলেন, জলাবদ্ধতার মূল কারণ অপরিকল্পিত এবং যেখানে সেখানে বসতবাড়ি নির্মাণ। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা। আবার অনেক ক্ষেত্রে প্রতিবেশীদের বাধা একটি সমস্যা।
তিনি আরও বলে, টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা অনেক জায়গায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সমাধান করেছি। তবে অনেক জায়গায় সমাধান করা সম্ভব হয়নি। যেসব জায়গায় সমাধান হয়নি, সেখানে জলাবদ্ধতা সমাধানে ¯’ায়ী সমাধানের জন্য প্রকল্প নেওয়া হবে।
মাদকের বিষয়ে ইউএনও বলেন, আমি এখানে ৮ মাস আগে যোগদান করেছি। এই ৮ মাসে মাদকের বিষয়ে কেউ কোনো তথ্য দেয়নি। আমরা চায় মাদক নিয়ন্ত্রণে থাকুক। এ বিষয়ে পুলিশসহ প্রশাসনকে সব সময় নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপ¯ি’ত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর উপজেলা স্বা¯’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, জীবননগর থানার পরিদর্শক (অপারেশনস) আতিয়ার রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনিরুজ্জামান, জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামানিক, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেনসহ সাংবাদিকবৃন্দ।