জাতীয় সমাবেশ সফল করতে আলমডাঙ্গায় জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

আলমডাঙ্গা অফিস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর জামায়াতের যৌথ আয়োজনে  ঢাকার জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শোভাযাত্রাটি আলমডাঙ্গা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলিফ উদ্দিন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ  অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশ  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের আমীর মাহের আলী, নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী এবং সেক্রেটারি মসলেম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, “জাতীয় সমাবেশ সফল করতে দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়ন অব্যাহত থাকবে। সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে দলীয় ঐক্য ও গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।” তারা জনগণের অধিকার ও ইসলামি মূল্যবোধ রক্ষায় সর্বস্তরের নেতাকর্মীদের সচেষ্ট থাকার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *