মেহেরপুর অফিস
গাংনীতে আহলুস সুন্নাহ হুফফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত গাংনী পৌরসভা সংলগ্ন নূর মোহাম্মদ রাবেয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা ইসলামের কয়েকটি বিষয়ের উপর অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে থেকে সেরা প্রতিযোগী বাছাই করে পুরষ্কার প্রদান করা হয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন- আহলুস সুন্নাহ হুফফাজ ফাউন্ডেশন সিনিয়র প্রশিক্ষক হাফেজ কারী হাফিজুর রহমান রাফি। অনুষ্ঠানে নূর মোহাম্মদ রাবেয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক, গাংনী বাজার মসজিদের পেশ ইমাম রুহুল আমিনসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, প্রতিযোগিতার মূল লক্ষ্য হল, কুরআন তেলাওয়াত ও হিফজের মান উন্নয়ন করা এবং তরুণ প্রজন্মকে কোরআনের পথে আকৃষ্ট করা। বিভিন্ন স্থান থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তাদের পারফরম্যান্স বিচার করা হয় অভিজ্ঞ বিচারকদের দ্বারা। এই ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মধ্যে কোরআন শিক্ষার আগ্রহ বাড়াতে সাহায্য করে এবং তাদের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে।