দর্শনা অফিস
চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আলি আজগার টগরের দর্শনার বাড়িতে গভীররাতে কে বা কারা তল্লাশি অভিযান চালিয়েছে ?? এমনকি আইন শৃংখলা বাহিনীর কোন সংস্থা তল্লাশি করেছে তা সারা দিনের মধ্যে বহু চেস্টা করেও কোন সুত্র পাওয়া যায়নি। তবে এ বিষয় নিয়ে গতকাল বৃহস্পতিবার ভোর থেকেই সাধারন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে যে ২/৩ বস্তা স্বর্ণ পাওয়া গেছে, কেউ বলেছে ২/৩ মন স্বর্ণ কেউ বলছে নগদ টাকার হাড়া পেয়েছে। বিষয়টি দর্শনায় টক অফ দ্যা টাউনে পরিণত হয়েছে।
চা দোকান সহ অন্যান্য ব্যাবসা প্রতিষ্ঠান হাট বাজার থেকে শুরু করে রাজনৈতিক মহলেও খবরটি ব্যাপক চাউর বা প্রচার হয়ে পড়ে। সকাল থেকে দুপুর ও সন্ধ্যার দিকে সাবেক এমপির বাড়িতে সরেজমিন পরিদর্শনে গিয়ে উৎসুক জনতার মুখে তখনো বলতে শোনা যায় যে, কিছু না কিছু উদ্ধার হয়েছে ঠিকই, কিন্ত বলছেনা আইনশৃঙ্খলা বাহিনী। অনেকেই বলছে বাড়ির নিচের ভবনের ২/৩ জাইগায় খুড়ে এ সব মালামাল উদ্ধার করা হয়েছে। তারা সাংবাদিকদের জানান যদি সোনাদানা টাকা পয়সা নাই থাকবে, তবে কেনো বড় বড় গর্ত খুড়া হয়েছে কেন।
এমন খবরের সত্যতা জানতে প্রথমে দর্শনা থানার ওসি শহিদ তিতুমির এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ রকম খবর আমরাও শুনেছি, তবে কিছুই জানিনা ভাই বা আমাদেরকে কিছু জানানো হয়নি এ বিষয়ে।
বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পে খোজ নিলে তারাও এ দিকে আসেনি বলে সাফ জানিয়ে দিলেন। কিন্ত অনেকের জিজ্ঞাসা আইন শৃংখলা বাহিনীর চোখ ফাকি দিয়ে তৃতীয় কোন পক্ষ এমন কাজটি করলো নাতো ?? এমন প্রশ্ন সকলের মুখে মুখে। তবে বিষয়টি গুজব হতে পারে বলেও অনেকে মন্তব্য করেছেন।