গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা, জীবননগর ও গাংনীতে জামায়াতে বিক্ষোভ মিছিল সমাবেশ

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় জামায়েত ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫ টায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বর থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়। জামায়েত ইসলামীর নেতা কর্মীদের নানান স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। মিছিলটি শহীদ হাসান চত্বর থেকে কোর্ট মোড় হয়ে কবরী রোড হয়ে আবার শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে শহীদ হাসান চত্বরে বক্তৃতা প্রদান করেন জামায়েত ইসলামীর নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন জামায়াতের মনোনীত চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি এ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন গোপালগঞ্জে যেভাবে জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ করা হয়েছে, আমরা জানতে চাই গোপালগঞ্জ কোন বাহিরের দ্বীপ রাষ্ট্র কিনা। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণকারী সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন বাংলার জনতা কে সাথে নিয়ে জামায়েত ইসলামীর সকল কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। এদেশের জুলায় যোদ্ধাদেরকে আমরা অন্তরে ধারণ করতে চাই। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত, সন্ত্রাসী মুক্ত, চাঁদাবাজ মুক্ত  বাংলাদেশ গড়তে চাই।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমিন বলেন,  এক সাগর রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশের এক ইঞ্চি জায়গা ও আমরা দিল্লির কাছে বন্ধক দিতে চাইনা। ১ ইঞ্চি জায়গাও আমরা ফ্যাসিস্টদের কাছে ছেড়ে দিতে চাই না। আওয়ামী লীগের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের নতজানু পররাষ্ট্র নীতির ভীত উন্মোচিত করেছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যেদিন তথাকথিত আইনের মাধ্যমে ফাঁসির ঘোষণা করা হয়েছিল সারা বাংলাদেশের জামায়াত, শিবির সংগঠনের ১৮৮ জন মানুষকে পাখির মতো নির্বিচারে হত্যা করেছিল।  তিনি আরো বলেন ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, কিন্তু তার দোসরদেরকে বাংলার জমিনে রেখে গেছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে স্লোগান ছিল সেই স্লোগান এর উপর ভিত্তি করেই বাংলার জমিনে আর কোন ষড়যন্ত্র সফল হবে না।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মওলানা আজিজুর রহমান, জেলা সহ-সেক্রেটারি আবদুল কাদের, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, পৌর আমির অ্যাড. হাসিবুল ইসলাম, পৌর নায়েবে আমির মাহবুব আশিক শফি, যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপুসহ জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জীবননগর অফিস জানায়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে  জামায়াতে উদ্যোগে শহরের  জীবননগর থানা মডেল পাইলট বিদ্যালয় হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় ‎বক্তারা জানান, ২৪শের জুলাই আন্দোলনে যাদের সাহসী ভূমিকায় এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, সেই জুলাই সৈনিকদের উপর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করে আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। অন্যথায় জামায়তে ইসলামী জনগণকে নিয়ে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমীর  মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারি সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম, উপজেলা শাখার প্রচার ও আইটি সম্পাদক মো হারুন অর রশীদ, উপজে বায়তুলমাল সম্পাদক আসাবুল হক মল্লিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মো কামাল হোসেন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আল আমিন,  পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন,  হাসাদাহ ইউনিয়ন আমির মো আখতারুজ্জামান, সীমান্ত ইউনিয়ন আমির মো আব্দুল ওয়াহেদ,  আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আমির মো আব্দুর রহমান মাষ্টার, বাকা ইউনিয়ন আমির মাওলানা মফিজুর রহমান, উথলী ইউনিয়ন আমির মাওলানা আরিফুল ইসলাম, কেডিকে ইউনিয়ন আমির আব্দুর রহমান, রায়পুর ইউনিয়ন আমির আমির হামজা মনোহরপুর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, যুব জামায়াতের সভাপতি মাজিদুর রহমান লিটন , প্রেসক্লাব সেক্রেটারি নূর আলম , জীবননগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সোহেল পারভেজ সহ আরো স্থানীয় দায়িত্বশীলবৃন্দ।

মেহেরপুর প্রতিনিধি জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৭ দফা দাবি বাস্তবায়ন, ঢাকার মহাসমাবেশ সফল করার আহ্বান এবং গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক এনসিপির গাড়ি বহরে হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার বাদ আসর বৃষ্টির মধ্যেও এই কর্মসূচি পালন করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিল থেকে ফ্যাসিবাদ বিরোধী কঠোর স্লোগান দেওয়া হয়। মিছিলটি গাংনী মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নাজমুল হুদা ও গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *