জীবননগর টাইগার চত্বরে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন ইসলামী ভাস্কর্য

জীবননগর অফিস

জীবননগর শহরের সব থেকে ব্যাস্ততম স্থান বাসস্ট্যান্ড। এটি সম্প্রতি টাইগার চত¦র নামে পরিচিত। শহরের
টাইগার চত্বরের ট্রাফিক আইল্যন্ডের স্থানে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন ইসলামী ভাস্কর্য।
জীবননগর পৌরসভার প্রকৌশল বিভাগ থেকে জানা যায়, জীবননগর শহরের বাসস্ট্যান্ড চত্বরে ভাস্কর্য
নির্মাণ নামে একটি প্রকল্প গ্রহন করা হয়। প্রকল্পের নির্মাণ ব্যায় ধরা হয় ৭ লক্ষ ৮৯ হাজার ২শত ২০ টাকা।
প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার নিযুক্ত হন শহরের পশ্চিম বাজারের ফাতেমা ট্রেডার্স।
জীবননগর পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল কাসেম দৈনিক আজকের
চুয়াডাঙ্গা পত্রিকাকে জানান, ভাস্কর্ষ নির্মাণ কাজ যে ভাবে চলছে, দ্রুতই শেষ হবে বলে আশা করছি। ৫
আগস্টের পর ভেঙ্গে যাওয়া পৌর পরিষদের মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে পৌর পরিষদের সভায় বাসস্ট্যান্ডে
দৃষ্টি নন্দন ভাস্কর্য় নির্মাণের সিদ্ধান্ত হয়েছিলো। পরবর্তিতে নতুন পরিষদ ভাস্কর্ষ নির্মণের জন্য দরপত্র
আহবান করে। ঠিকাদার নিযুক্ত হন ফাতেমা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। নির্মাণ ব্যায় ধরা হয় ৭
লক্ষ ৮৯ হাজার ২শত ২০ টাকা।


উল্লেখ্য, পৌরসভার পক্ষ থেকে বাসস্ট্যান্ড চত্বরে একটি ট্রাফিক আইল্যান্ড নির্মাণ করা হয়েছিলো।
সেখানে জেলা পরিষদের পক্ষ থেকে একটি টাইগরের ভাস্কর্য স্থাপন করা হয়। তারপর থেকে এটি টাইগার চত্বর
নামে পরিচিতি পাই। বছর দুয়েক আগে ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত’ হয় আইল্যান্ডটি। পৌরসভা
ক্ষতিগ্রস্ত আইল্যান্ডটি সরিয়ে ফেলে। পৌরবাসীর পক্ষ থেকে দাবি করা হয় একটি দৃষ্টি নন্দন আইল্যান্ড
নির্মাণের। পৌরবাসীর দাবি পূরণের জন্য প্রায় ৮ লক্ষ টাকা সম্ভাব্য নির্মাণ ব্যায় ধরে দৃষ্টি নন্দন
ট্রাফিক আইল্যান্ডের স্থানে দৃষ্টিনন্দন ভাস্কর্য নির্মাণ প্রকল্প গ্রহন করে পৌরসভা। গত ২৮ এপ্রিল প্রকল্পের
নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আল আমীন। উদ্বোধনের পরপরই আইনী
জটিলতায় বন্ধ হয়ে যায় ভাস্কর্য নির্মাণ কর্মকান্ড। দ্রুতই কেটে যায় আইনী জটিলতা। দ্রুত গতিতে
চলছে ভাস্কর্য নির্মণ কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *