জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে স্মরণ সভা

স্টাফ রিপোর্টার

জুলাই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন মাসব্যাপী কর্মসূচি
ঘোষণা করেন। গতকাল ছিল জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহিদদের স্মরণে স্মরণ সভা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত ভি জে স্কুল রোডস্থ দলীয়
কার্যালয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি
তৌফিক এলাহী।প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহাজান খান, প্রধান বক্তা ছিলেন
জেলা ছাত্রদের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক
সম্পাদক আহসান হাবীব মামুন।


প্রধান অতিথি শাহাজান খান বলেন, জুলাই আন্দোলন নিয়ে একটি শিশু পার্টি যেভাবে জাহির করছে তা
দু:খজনক।আর অন্য আরেকটি দল আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে এখন বড় বিপ্লবী হয়ে গেছে। প্রধান বক্তা
মোমিন মালিতা বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণী পেশার মানুষের।ছাত্রজনতা যদি
স্বতঃস্ফূর্তভাবে রাজপথে না নেমে আসতো তাহলে বিপ্লব কখনোই সফল হতো না।আবু সাঈদ,মীর মুগ্ধরা
যেমনিভাবে প্রাণ বলি দিয়েছেন তেমনিভাবে ছাত্রদলের ওয়াসিম,রাব্বী সহ ৪৯ জন পদধারী ছাত্রদলের নেতা
শহীদ হয়েছেন। জুলাই স্পিরিট কাজে লাগিয়ে আমরা পজিটিভ রাজনীতি করতে চাই যা দেশ ও জনগনের
জন্য কল্যাণকর হবে।


জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ এর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের
সহসভাপতি সাইফুল ইসলাম, আশিপুল হক, হুমায়ূন কবির আকাশ,মীর শুভ জামান, সাহাবুদ্দিন আহমেদ,
যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন,সাইমুজ্জামান মিশা, রোকন জোয়ার্দ্দার,আশরাফুল আলম
দোদুল,সহসাধারণ সম্পাদক শাহাজান আলী সান, সহসাংগঠনিক সম্পাদক স্বাধীন শেখ, সাংস্কৃতিক
সম্পাদক ইমরান হোসেন,স্কুল বিষয়ক সম্পাদক সাইমুম আহমেদ শান্ত,সহ প্রাচার সম্পাদক পারভেজ
আহমেদ,সহযোগাযোগ সম্পাদক নাজমুল হুসাইন, সদস্য রাহাত উল হক,সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক
আনিসুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল ইকবাল, আলমডাঙ্গা উপজেলা
ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম ডি কে সুলতান,
দর্শনা পৌর ছাত্রদলের আহবায়ক আরাফাত হোসেন, দর্শনা থানা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন,
দর্শনা কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ, জীবননগর উপজেলা ছাত্রদলের আহবায়ক জিন্নুর রহমান,
আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশিকুর রহমান ও দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক
ফজলুর রহমান।স্মরণ সভায় ছাত্রদলের জেলা ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু
সুফিয়ান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *