মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস

জুলাই গণঅভ্যূত্থানের বর্ষপূর্তিতে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। উপাচার্যের একান্ত সচিব ড. তারিক আজিজের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করেন মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, মেহেরপুর সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল আমিন ধূমকেতু, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুস্তাক আলী ও মেহেরপুর সরকারী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের সভাপতি খেজমত আলী মালিথা, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর বজলুর রহমান, জুলাই বিপ্লবের আহত যোদ্ধা খন্দকার মুয়িজ উদ্দীন ও আহত যোদ্ধা নাজমুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক কাউছার আলী, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সিনিয়র লেকচারার রফিকুল আলম বকুল, জুলাই আহত যোদ্ধা হাসনাত জামান, আল মেহেবুব ও ইব্রাহিম হোসেন। আলোচনার শুরুতে জুলাই বিপ্লবের সময় আহত  যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয় ও ক্রেস্ট দিয়ে তাদের সম্মাননা জানানো হয়।

আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. বখতিয়ার উদ্দীন জুলাই বিপ্লবের পেক্ষাপট ও বিপ্লবের সময় বিভিন্ন ঘটনা ও পেক্ষাপট তুলে ধরেন। এছাড়া তিনি দেশের সকল ক্ষেত্রে সকল ধরনের বৈষম্য বন্ধ করার আহবান জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন জুলাই বিপ্লবের যে আকাঙ্খা একটি বৈষম্যহীন দেশ যে দেশে কোন বৈষম্য থাকবেনা। মানুষ মানুষকে সঠিক ভাবে মুল্যায়ন করবে। অফিস আদালতসহ সকল স্তরে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পারে। বিভিন্ন বিভাগ বা ক্যাডারদের মধ্যে কোন বৈষম্য থাকবেনা। জুলাই বিপ্লবে নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা রেখে তাদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যূত্থানের উপর ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *