স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তার আওতায় স্যানিটারি ন্যাপকিন, পুষ্টিসমৃদ্ধ খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় পৌরসভার কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ, জেলা পরিববার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার পাল, জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠানে গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিসমৃদ্ধ খাবার ও ফুলকেয়ার ট্যাবলেট, একইসাথে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী সরবরাহ করা হয়। এছাড়াও পৌরসভার অন্তর্গত সকল মাধ্যমিক বিদ্যালয়ের বালিকাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক জহিরুল ইসলাম স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নারীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পৌরসভার অন্তগত বিভিন্ন ওয়ার্ডের ২৮০ জন গর্ভবতী নারী স্বাস্থ্যসেবা সহায়তা সামগ্রী পেয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।