স্টাফ রিপোর্টার
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করে তোলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪ টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিকাল সাড়ে ৩টা থেকেই বিভিন্ন নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সাহিত্য পরিষদ প্রাঙ্গনে জমায়েত করে। নানান স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাহিত্য পরিষদ প্রাঙ্গণ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলটি সাহিত্য পরিষদ থেকে কোর্ট মোড় হয়ে চুয়াডাঙ্গা বড়বাজার শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়।
পরে শহীদ হাসান চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক মোরশেদ আলম। জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এমএ তালহার সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এহসানুল হক স্বরাজ, ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল জাহিদ, হামিদ উদ্দিন বাবু, গোলাম শাহরিয়া বিপ্লব, আরিফুর রহমান রিবন, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, সহসাংগঠনিক সম্পাদক উজ্জল আহমেদ খান, তোহফাতুর রাব্বি রিংকু, প্রচার সম্পাদক মাবুদ সরকার, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সামিউল আলম সানা, সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আশা, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রুবেল হাসান, সদস্য সচিব আতিকুর রহমান বিদ্যুৎ, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান বিজন, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, সদস্য সচিব শরিফুল ইসলাম রাজা, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবদলের আহ্বায়ক এমদাদ হোসেন, সদস্য সচিব খালেদ সালেহীন রাজু, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো:ইকরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল হাসান আবু তালেব, সদস্য সচিব এখলাছুর রহমান রাসেল, জীবননগর পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্য সচিব সুমন বিশ্বাস, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম সিদ্দিক মজনু, সদস্য সচিব আবু হেনা রনি, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান হিমেল,সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন,সদস্য সচিব সুমন বিশ্বাস, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, সদস্য সচিব রাশিদুল ইসলাম রাশেদ সহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য একটি মহল ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পেয়ে তারা অসাংবিধানিকভাবে ক্ষমতা ধরে রাখার জন্য কুচক্র চালাচ্ছে। আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসব কুচক্রি মহলকে প্রতিহত করতে আমি স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দকে আহ্বান জানাই। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবো না। আমরা তার কর্মী হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করবো। এই ধরণের অপপ্রচার চালালে রাজপথে কঠোর আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা হবে।