বিরামহীন বর্ষায় শ্রমজীবী অসহায় মানুষ পাশে ইউএনও

জীবননগর অফিস

সকাল থেকে বিরামহীন বৃষ্টি। বৈরী আবহাওয়ার কারণে শ্রমজীবী মানুষের ঘর থেকে বের হওয়ার উপায় ছিল না। তারপরও কিছু মানুষ বের হয়েছিলেন জীবিকার তাগিদে। গতকাল সোমবার বৃষ্টিতে ভিজে এমন শ্রমজীবী অসহায়-গরিব মানুষের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া শুকনো খাবারের মধ্যে ছিল (চাল,ডাল,তেল,লবণ,চিনি, মসলা)।

বৃষ্টির মধ্যে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে খাদ্য পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় এমন অসহায় দুঃখী মানুষের পাশে সমাজের বিত্তবান মানুষদের দাঁড়ানোর আহ্বান জানিয়ে ইউএনও আল আমীন বলেন, সমাজের অনেকেই অর্থনৈতিকভাবে সচ্ছল। তাঁদের ক্ষমতা আছে এমন মানুষের সহযোগিতা করার। সেসব মানুষের প্রতি আমার আহ্বান, আপনারা এমন অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *