আলমডাঙ্গা অফিস
২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ে রেকর্ড সাফল্য দেখিয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিস। অফিসের বার্ষিক কর্মসম্পাদন প্রতিবেদনে দেখা গেছে, নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি রাজস্ব আদায় করে নজির স্থাপন করেছে তারা।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৩৪৩ টাকা, যা উপজেলার রাজস্ব খাতে নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভূমি উন্নয়ন কর বাবদ আদায় হয়েছে ২ কোটি ১০ লাখ ৫৫ হাজার ২২৮ টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ২ কোটি ২৪ হাজার ৭০৫ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার ১০৫.১৫ শতাংশ রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। নামজারি খাতে ১২,০০৪টি আবেদনের মধ্যে নিষ্পত্তি হয়েছে ৮,৪০৩টি, যা গত বছরের তুলনায় ৩২.১১ শতাংশ বেশি। এ খাতে রাজস্ব আদায় হয়েছে ৯৮ লাখ ৩১ হাজার ৫১০ টাকা।
অর্পিত সম্পত্তির (ডিপি) নবায়ন খাতে ১৯০টি নথি নবায়ন করে আদায় হয়েছে ১৩ লাখ ৯২ হাজার ৮০৫ টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৮০ শতাংশ বেশি। নবায়ন প্রক্রিয়াও আগের বছরের তুলনায় ১৩৪ শতাংশ বেশি হয়েছে। চান্দিনা ভিটি বন্দোবস্ত খাতে ১৫টি লিজের আওতায় আদায় হয়েছে ৪ লাখ ৮ হাজার ৫০০ টাকা। মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৭টি মামলায় জরিমানা আদায় হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৮০০ টাকা। রেন্ট সার্টিফিকেট মামলায় ৯১টি মামলার মধ্যে ৮৬টি নিষ্পত্তি করে আদায় হয়েছে ১০ লাখ ৯৯ হাজার ৮৬৬ টাকা, যা গত বছরের তুলনায় ১৫৫ শতাংশ বেশি।
এ সাফল্যের বিষয়ে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, “নিয়মিত তদারকি, দলীয় সমন্বয় ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে পেরেছি বলেই এ অর্জন সম্ভব হয়েছে। এটি আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টার ফল। আগামীতেও সেবার মান ও রাজস্ব আয় আরও বাড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “ডিজিটাল সেবার প্রসার ও জনসচেতনতা বৃদ্ধির ফলে ভূমি সেবায় গতি এসেছে। আমরা চাই আলমডাঙ্গার মানুষ যেন ঝামেলাহীন, সহজ, কোনো বিড়ম্বনা ছাড়াই এবং স্বচ্ছ সেবা পান। এই সাফল্য আলমডাঙ্গাবাসীর প্রাপ্য।”
সচেতন নাগরিকরা জানিয়েছেন, উপজেলা ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহিতার কারণে সেবার মান উন্নত হয়েছে এবং রাজস্ব আয় বেড়েছে। এমন সেবাই প্রত্যাশা করেন তারা ভবিষ্যতেও।