দামুড়হুদা অফিস
দামুড়হুদায় ‘ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট’ স্লোগানকে সামনে রেখে গত ১১ ই জুলাই শুক্রবার বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যর উপর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা হেলেনা আক্তার নিপার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশসহ উপজেলার সকল ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক / পরিদর্শিকা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারবৃন্দ।
এবার বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে উপজেলায় ৬ ক্যাটাগরিতে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয় শ্রেষ্ট পরিবার কল্যাণ সহকারী জামিলা আক্তার, শ্রেষ্ট পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন নাহার, শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শক আজিজুর রহমান, শ্রেষ্ট উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুম বিল্লাহ, শ্রেষ্ট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হাউলি মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হাউলি ইউনিয়ন পরিষদ।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে মোবারক।