স্টাফ রিপোর্টার
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যন্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিন্ষ্ট করা ও সারাদেশে আাইন শৃংখলা পরিস্তিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। বৃষ্টি উপেক্ষা করে শত শত নেতা কর্মি বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহন করেন।
মিছিল শুরুর পূর্বে ছাত্রদলের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহাজান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী ও সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ। পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন। ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সকল হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই বিচার চাই। কিন্তু জামায়াতে ইসলামী ও তাদের গুপ্ত সংগঠন ছাত্রশিবির উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে। হত্যার বিচার চাওয়ার কথা অন্তবর্তীকালীন সরকারের নিকট অথচ তারা বিএনপিকে বিতর্কিত করার জন্য আমাদের শীর্ষ নেতাকে কটূক্তি করছে। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে যেমন প্রতিবাদী ছিলাম ঠিক তেমনি দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে ইনশাআল্লাহ। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানের দোসর হিসেবে বর্বর হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, সেই রাজনৈতিক দল ও তাদের অনুসারী গুপ্তচর বৃত্তিতে অভ্যন্থ ছাত্রশিবির মিলে ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা তাদের চক্রান্তের সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছি। মিছিলে জেলা, উপজেলা, থানা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।