২০২৫ সালের এসএসসিতে চমকপ্রদ সাফল্য ঈষিকা রামেকা তনুর

আলমডাঙ্গা অফিস

এবারের ২০২৫ ইং সালের  এসএসসি পরীক্ষায় চমকপ্রদ ফলাফল করেছে তনু। কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর সঠিক পরিকল্পনার মাধ্যমে তনু নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। তনু এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজ পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। বিশেষ করে তনুর বাবা ও শিক্ষকরা এই সাফল্যের জন্য গর্বিত। তনু জানায়, এই ফলাফলের পেছনে আমার স্কুল ব্রিলিয়ান্ট স্কুলের পরিচালক সহ শিক্ষকদের পরামর্শ, বাবার দোয়া ও নিজের কঠোর পরিশ্রমই মূল কারণ। ভবিষ্যতে আরও পড়াশোনা করে দেশের জন্য কিছু করতে চাই। এলাকাবাসীর পক্ষ থেকেও তনুকে অভিনন্দন জানানো হয়েছে। তার এই সাফল্যে পরিবার ও আশেপাশের সকলেই আনন্দিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *