আলমডাঙ্গা অফিস
এবারের ২০২৫ ইং সালের এসএসসি পরীক্ষায় চমকপ্রদ ফলাফল করেছে তনু। কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর সঠিক পরিকল্পনার মাধ্যমে তনু নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। তনু এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজ পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। বিশেষ করে তনুর বাবা ও শিক্ষকরা এই সাফল্যের জন্য গর্বিত। তনু জানায়, এই ফলাফলের পেছনে আমার স্কুল ব্রিলিয়ান্ট স্কুলের পরিচালক সহ শিক্ষকদের পরামর্শ, বাবার দোয়া ও নিজের কঠোর পরিশ্রমই মূল কারণ। ভবিষ্যতে আরও পড়াশোনা করে দেশের জন্য কিছু করতে চাই। এলাকাবাসীর পক্ষ থেকেও তনুকে অভিনন্দন জানানো হয়েছে। তার এই সাফল্যে পরিবার ও আশেপাশের সকলেই আনন্দিত।