জীবননগর কাশিপুর গ্রামের সড়কে বেহাল দশা বৃষ্টি হলে চরম ভোগান্তিতে পথচারীরা

কেডিকে প্রতিনিধি

কাশিপুর-মনোহরপুর আঞ্চলিক সড়কের কাশিপুর মাঝের পাড়া রাস্তাটি বেহাল দশা। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অতি বৃষ্টিতে রাস্তার ওপর হাঁটু পানি জমে থাকে। পাকা রাস্তা কাচা রাস্তায় পরিনত হয়েছে। রাস্তার পাশে অনেক গর্ত গর্ত সৃষ্টি হয়েছে যার কারণে বৃষ্টি হলে  ভুগান্তিতে পড়ছে পথচারিরা।

        সরজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার দুই ধারে ভুক্তভোগীরা মাটি দিয়ে রাস্তার দুই পাশ বেঁধে রেখেছে যার কারণে পানি নিষ্কাশন হতে পারছে না। আলমগীর নামে এক পথচারী বলেন,  জীবননগর  মনোহরপুর -কে.ডি.কে আঞ্চলিক সড়ক দিয়ে হাজার হাজার পথচারী চলাচল করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছে সাধারণ পথচারীরা। মন্টু নামে আরেক পথচারী বলেন, অতি বৃষ্টি হলে  পানি নিষ্কাশন না থাকায় রাস্তার ওপর দিয়ে পানি স্রোত প্রবাহিত হচ্ছে যার কারণে রাস্তা গর্ত হয়ে  ধসে যাচ্ছে। সাধারন মানুষের দাবি যে সরকারিভাবে ড্রেন করে দিলে সাধারন মানুষের ভুগান্তি দূর হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *