দর্শনা অফিস
বেতন-বৃদ্ধির দাবিতে দর্শনা পৌরসভায় পরিচ্ছন্ন কার্যক্রম বন্ধ। পৌর বাসিকে জিম্বিকরে বেতন-বৃদ্ধির দাবি নিয়ে পরিচ্ছন্ন কর্মীরা দীর্ঘদিন ধরে ধর্মঘট করে আসছে। ফলে পৌর এলাকায় অলিতে গলিতে ময়লার স্তূপ জমে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে যা জনস্বাস্থ্য ও পরিবেশ জন্য মারাত্মক হুমকি মুখে। অভিযোগ রয়েছে কাজে ফাকি দেওয়ার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করার কথা থাকলেও তারা মাত্র ১ থেকে ২ঘণ্টা কাজ করে মাস শেষে মোটা অঙ্কের বেতন হাতিয়ে নিচ্ছে।
পরিচ্ছন্নতা কর্মীদের অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে তারা একই বেতনে কাজ করছে। বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও তাদের বেতন বাড়েনি। একাধিকবার পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো সাড়া মেলেনি। তাই বাধ্য হয়েই তারা কর্মবিরতিতে যেতে হয়েছে। এক কর্মী বলেন, আমরা পরিবার নিয়ে কষ্টে আছি ন্যায্য বেতন চাই দাবি না মানা পর্যন্ত কাজে ফিরব না।
দর্শনা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, আমি নিয়মিত তদারকি করছি এবং কর্মীদের সতর্ক করেছি। বারবার বলা সত্ত্বেও তারা সিন্ডিকেট করে কাজ বন্ধ রেখেছে। তবে কিছু পরিচ্ছন্ন কর্মী নিজেদের ‘হরিজন সম্প্রদায়ের ঐক্য দেখিয়ে প্রভাব খাটাচ্ছেন এবং জবাবদিহি এড়াচ্ছেন। তারা জানিয়েছে আমাদের বেতন বাড়াতে হবে নাহলে কাজ বন্ধ থাকবে।
৫ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ইব্রাহিম হোসেন জানান, কাজ না করেও বেতন নেওয়া এবং বেতন না বাড়ালে ধর্মঘট করা দায়িত্বহীনতা ও নাগরিক অধিকার লঙ্ঘন। অনেকেই পৌরসভার কাজ ছেড়ে ব্যক্তিগত ব্যবসায় মনোযোগ দিচ্ছে। এ কারণে শহর ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। এতে করে পরিচ্ছন্ন কর্মীরা দায়িত্ব পালন না করে শহরকে অস্বাস্থ্যকর ও বসবাসের অযোগ্য করে তুলছে।
এদিকে পৌরসভার নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে, দ্রুত সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেন ।
হঠাৎ করে পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শহরের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। দুর্গন্ধে নাকাল স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান দাবি করছেন।