আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার বেলগাছিতে ৫ ও ৬নং ওয়ার্ডের আয়োজনে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে বেলগাছি ইউনিয়নের কাশিপুর কেদারনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো: শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বেলগাছি ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি নেতা মো: জাহিদুল ইসলাম সলক, মো: কামাল উদ্দিন, মো: তরিকুল ইসলাম, মো: বোরহান উদ্দিন।
এছাড়াও মতবিনিময় সভায় বিএনপি ও এর অংগ সংগঠন সমুহের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিএনপি দলীয় ফরম পূরণ করতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনে দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করতে হবে। এই বিষয় নিয়ে আমরা কেউ কোনো ভেদাভেদ করবো না।