স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে চুয়াডাঙ্গা -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহকারী সেক্রেটারি অ্যড. রাসেল গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে চুয়াডাঙ্গা পৌর ৬ নং ওয়ার্ড হাজরাটি গ্রামের হাজী মোড় থেকে গণসংযোগ শুরু করেন তিনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও চুয়াডাঙ্গা -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড মাসুদ পারভেজ রাসেল। আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন ও হুমায়ুন কবীর, ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা অর্থ সম্পাদক বায়জিদ বোস্তামী, ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা পৌর সভাপতি আবু রায়হান, কলেজ সভাপতি পারভেজ আলমসহ ওয়ার্ড জামায়াতে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীবৃন্দ।