চুয়াডাঙ্গায় পানির তোড়ে ভেঙে গেলো সড়ক, হাজারো মানুষের যোগাযোগ বিছিন্ন

পদ্মবিলা প্রতিনিধি

কয়েকদিনের টানা বর্ষনে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া -সাহেবনগরের মাঝামাঝি  খাসকররা সড়কে নবগঙ্গা নদীর পানির চাপে সড়ক ভেঙে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ সড়কের সংযোগ বিছিন্ন হয়ে যায়। চলাচলের একমাত্র সড়কটি ভেঙে যাওয়ায় এলাকার হাজার হাজার মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। গতকাল সকাল থেকে অল্প অল্প করে রাস্তাটি ভাঙ্গতে থাকে। পরে পানির চাপ বেড়ে যাওয়ায় ১৫/২০ ফুট চওড়া রাস্তাটি ধসে যায়। সড়কটি ভেঙে যাওয়াই এলাকাবাসী তাদের গন্তব্যস্থল জেলা শহরে এবং এলাকার বৃহত্তম বাজার সরোজগঞ্জ বাজারে যেতে পারছে না। এলাকাবাসী সড়কটি দ্রত মেরামতের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন দু একদিনের মধ্যেই বিকল্প সড়ক তৈরি করে দেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *