স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক ৩টি অভিযান চালিয়ে এসব বাংলাদেশীকে আটক করে। এছাড়া দর্শনার ঈশ^রচন্দ্রপুর গ্রামে অপর একটি অভিযানে আসামীবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমমাদুর রহমান জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের মোঃ সাইদুল এর বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ গোলাম মাওলা এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। একই দিন বিকাল ৪ টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মসজিদের সামনে হতে নায়েক অখিল চন্দ্র হাজরা এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৩ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন শিশু। আটক পুরুষ সদস্যরা হলো নিকুঞ্জ বড়াল (৩২) ও মনোতোষ মল্লিক (৩৮)। এরা বরিশাল জেলার বানারীপাড়া থানার বাসিন্দা। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মসজিদের সামনে হতে নায়েক অখিল চন্দ্র হাজরা এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।