জীবননগর অফিস
ট্রেনের মধ্যে ভাড়া বেশি নিয়ে যাত্রীকে হয়রানি করার অপরাধে জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে ট্রেন থামিয়ে অভিযুক্ত টিটিই কে ক্ষমা চাওয়ালেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় বেসরকারি ট্রেন নকশিকাঁথা এক্সপ্রেস প্রায় এক ঘন্টা আটকে রাখে স্থানীয়রা। গত মঙ্গলবার রাত ১০ টার দিকে জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় বলেন, জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের এক ব্যক্তি নকশিকাঁথা ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। এ সময় এক টিটিই তার কাছে অতিরিক্ত ভাড়া দাবি করেন। এ ঘটনায় ওই রেল যাত্রীর সাথে টিটিই’র কথা কাটাকাটি হয়। পরে ওই রেল যাত্রী নিজ গ্রামের লোকজনকে বিষয়টি জানালে গ্রামের শতাধিক লোক উথলী রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি আটকে রাখে। পরে ওই টিটিইকে খুঁজে না পেয়ে অন্য একজন টিটিইকে মারপিট করে। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। উত্তেজিত জনতা স্টেশন ছেড়ে চলে গেলে ৫৫ মিনিট পর ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিক হোসেন বলেন, আমি ঘটনাটি শুনেছি। নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটি আটকে রেখেছিল স্থানীয়রা।
স্থানীয়রা বলেন, গত দুই মাস আগে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সেনেরহুদা গ্রামের গাফফার আলী নামের এক যুবক কে ট্রেন থেকে ছিটকে ফেলে দিয়ে হত্যা করে ঐ ট্রেনের টিটিই রা। সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে জন্য টিটিই কে শিক্ষা দেওয়ার জন্য আমরা এখানে দাড়িয়েছি। জীবননগর থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) মামুন হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় এক যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে খারাপ আচরণের কারনে ঘটনার সূত্রপাত হয়। এরই জের ধরে তার পক্ষের লোকজন ট্রেনটি আটকে রেখেছিল।