আলমডাঙ্গা অফিস
অবিরাম বৃষ্টিকে উপেক্ষা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিদাসপুর ও খাসকররা ইউনিয়নে দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার খাসকররা ইউনিয়নে অনুষ্ঠিত জরুরি সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শফিউজ্জামান মিঠু। সভায় সভাপতিত্ব করেন খাসকররা ইউনিয়ন জামায়াতের সভাপতি হারুন অর রশিদ। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
অন্যদিকে, কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের অফিস সম্পাদক রফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন কালিদাসপুর ইউনিয়ন আমির আসাদুল হক। বৈঠকে ইউনিয়নের সকল কর্ম পরিষদ সদস্য এবং ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সভাগুলিতে সংগঠনের বর্তমান পরিস্থিতি, সাংগঠনিক দায়িত্ব ও ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।