আলমডাঙ্গার জোবায়ের ঢাকায় গ্রেফতার, লিবিয়া হয়ে ইতালি নেওয়ার নামে নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগ

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা মো. জোবায়ের আহমেদ জিম (২৩) মানব পাচারের অভিযোগে ঢাকার একটি এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। তাকে গ্রেপ্তার করে পুলিশ বলেছে, তিনি লিবিয়া হয়ে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা ও অর্থ আদায়ের একটি চক্রের সক্রিয় সদস্য। গতকাল বুধবার ঢাকার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা থানার এসআই বিকাশ চন্দ্র সরকার ও তার সঙ্গীয় ফোর্স।

পুলিশ বলছে, চক্রটি বাংলাদেশ থেকে লোক নিয়ে প্রথমে লিবিয়ায় পাঠায়। এরপর সেখান থেকে ইতালি পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু লিবিয়ায় নেওয়ার পর ভুক্তভোগীদের আটকে রেখে মারধর এবং ভয়ভীতি দেখিয়ে তাদের পরিবার থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো।

এ ঘটনায় জোবায়েরের সঙ্গে আরেক অভিযুক্ত হিসেবে মানব পাচারকারী মো. সাগর আলীর (৩৫) নাম উঠে এসেছে। তিনি একই গ্রামের বাসিন্দা। সাগর আলী দীর্ঘদিন ধরে লিবিয়ায় অবস্থান করছেন এবং পাচারকারীদের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। জোবায়ের আহমেদ জিমের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় দুটি মামলা রয়েছে। প্রথমটি করা হয় ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে। ওই মামলায় তার বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬(২)/৭/৮/১০(১) ধারায় অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলা হয় ১ জুন ২০২৫ তারিখে। এতে মানব পাচার আইনের পাশাপাশি দণ্ডবিধির ৩০২ (হত্যা), ২০১ (প্রমাণ গোপন) এবং ৩৪ (সমষ্টিগত অপরাধ) ধারাও যুক্ত করা হয়েছে। পুলিশের ভাষ্য, এসব মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং আরও কয়েকজনকে গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *