মালিকানা জমি ফেরত পেতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

হাসাদাহ প্রতিনিধি

নিজ মালিকানা জমি ফিরে পেতে জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়নের গোলাম হায়দার, জসিম উদ্দীন জালালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গোলাম হায়দার তিনি তার লিখিত বক্তব্য বলেন, আমি গত ২২ জুন ২০২৫ ইং তারিখে হাসাদাহ ৪৭  নং মৌজা, আর.এস খতিয়ান নং ২৭১, ১৯৯৮ দাগে ২০, ৯০ শতক জমি, ২৮৩৫ নং দলিল মুল্যে হাসাদাহ বাজার পাড়ায় বসবাসকারী সিদ্দিক ও মোস্তফার নিকট হইতে ক্রয় করি। তিনি সংবাদ সম্মেলনে আরো জানান পুর্বের মালিকগণ  অত্যান্ত দুর্বল প্রকৃতির হওয়ায় জসিম উদ্দীন জালাল ভুক্তভোগী সিদ্দিক ও মোস্তফাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে এলাকা থেকে বিতাড়িত করেন। এর কোন উপায় না পেয়ে আমি গোলাম হায়দারের নিকট গত ২২ জুন২৫ ইং দলিল করে দিই। আমি জমির মালিকানা হবার পর থেকে জসিম উদ্দিন কে নিজে এবং লোক মারফত জমিটি ছেড়ে দেওয়ার জন্য বলি কিন্তু তাতে কোন কাজ না হওয়ায় গতকাল গতকাল বুধবার বিকাল ৫টার দিকে হাসাদাহ প্রেসক্লাবে উপস্থিত হয়ে আমার মালিকানা জমি ফেরত পাবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে  সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *