হাসাদাহ প্রতিনিধি
জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়নের পুরন্দপুর গ্রামের হতদরিদ্র ফজলু মন্ডলের ছেলে মিঠু মিয়া (২৮) বৈদ্যুতিক সট খেয়ে দীর্ঘ ৪৫ দিন চিকিৎসা চলা অবস্থায় গতকাল বুধবার ঢাকা বার্ণইউনিট হাসপাতালে মৃত্যু বরণ করেন।
জানা যায়, মিন্টু মিয়া নিজ মহল্লার মসজিদের গ্রীল ঝালায় করতে যেয়ে গত ২৬শে মে ২০২৫ ইং তারিখে বৈদ্যুতিক সট খেলে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকা বার্নইউনিট হাসপাতালে নেয়া হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু। তার মৃত্যুতে পরিবার ও গ্রামবাসী শোক জানিয়েছে । তিনি পরিবারের একমাত্র ছেলে। মৃত্যু কালে তিনি এক ছেলে ও এ মেয়ে রেখে জান।