মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় জামিনে থাকা দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আজ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম. নাসিম রেজা এ আদেশ দেন।
জামিন না-মঞ্জুর হওয়া দুই জনপ্রতিনিধি হলেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ ও রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর গাংনীর ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে দায়ের হওয়া জিআর মামলার (নম্বর ২২৭/২৪) আসামি ছিলেন উল্লেখিত দুই চেয়ারম্যান। দীর্ঘ ১৬ সপ্তাহ ধরে তারা হাইকোর্ট এবং পরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের আগাম জামিনে ছিলেন। আজ জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।